চট্টগ্রাম

সোয়া ৫ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৩ , ৮:০৫:০৬ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে ১৬ টি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জাল্পগুলোর বাজার মূল্য প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাংলাদেশ কোষ্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে.বিএন কেএম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন।

জালগুলো রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মো. মাসুক উদ্দিনের উপস্থিতিতে পোড়ানো হয়।

বাংলাদেশ কোষ্টগার্ডের দক্ষিণ জোন সূত্র জানায়, মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার বন্ধে চিরুণি অভিযান চলছে। শনিবার দুপুরে রামগতি উপজেলার মেঘনা নদী এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৬ টি মাছ ধরার নৌকা তল্লাশি চালিয়ে ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। কারেন্ট জাল দিয়ে মাছ শিকার নিষিদ্ধ ও আইনত দন্ডনীয়। তবে এসময় কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি।

কোষ্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে.বিএন কেএম শাফিউল কিঞ্জল বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান চলছে। কারেন্ট জাল ব্যবহারে মৎস্য সম্পদ ধ্বংস হয়। নদীতে মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Powered by