খেলাধুলা

ড. ইউনূসকে ‘বিশেষ সম্মাননা’ দেবে অলিম্পিক

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২১ , ১২:০৪:২১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

টোকিও অলিম্পিকে বিশেষ সম্মাননা পাচ্ছেন নোবেল পদক জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

এই বাংলাদেশিকে অলিম্পিক লরেল দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বুধবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, খেলাধুলার উন্নয়নের জন্য বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে ড. ইউনূসকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

পাঁচ বছর আগে ২০১৬ রিও অলিম্পিকে প্রথমবারের মতো এই সম্মাননা চালু করে আইওসি (আন্তর্জাতিক অলিম্পিক কমিটি)।

সেবার সাংস্কৃতিক, শিক্ষা ও শান্তিতে প্রচেষ্টার স্বীকৃতি ও ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য এই সম্মাননায় ভূষিত হন কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কাইনো।

নিজের দেশ কেনিয়ায় শিশুদের জন্য ঘর, স্কুল ও অ্যাথলেটিক ট্রেনিং সেন্টার খুলে বিশ্বদরবারে অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেন এই কেনিয়ান।

এবার ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্রতা কমানোর স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মাননা দিতে যাচ্ছে টকিও অলিম্পিকের আয়োজকরা।

আরও খবর

Sponsered content

Powered by