রংপুর

তেঁতুলিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় প্রশাসনের প্রতিবাদ

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২০ , ৪:৩৯:৫২ প্রিন্ট সংস্করণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান”- এই স্লোগানে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানালো পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধিরা। শনিবার উপজেলা প্রশাসন চত্বরে এ বিক্ষোভ প্রতিবাদের আয়োজন করে উপজেলা প্রশাসন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, মডেল থানার ওসি জহুরুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডা. আবুল কাশেম, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, প্রকৌশলী আবু সাঈদ, এরশাদ হোসেন জুলফিকার ও কাজী মতিউর রহমান।

প্রতিবাদ সভায় অংশ নেন সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ শাকিল আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমানসহ । উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by