ময়মনসিংহ

আগামীর স্মার্ট বাংলাদেশে যুক্ত হবে কবি নজরুল বিশ্ববিদ্যালয়: উপাচার্য

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২২ , ৭:০৫:২০ প্রিন্ট সংস্করণ

মো. আরাফাত রহমান: জাককানইবি প্রতিনিধি :

শিক্ষা-গবেষণা ও উন্নয়ন এই তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। এই তিনটি লক্ষ্যমাত্রা পূরণের মধ্যদিয়ে আমরা একটি স্মার্ট ক্যাম্পাস তৈরি করে স্মার্ট বাংলাদেশে যুক্ত হবো। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের এক্সাম হলে আয়োজিত ‘ওয়ে টু ওভারসিজ এডুকেশন’ শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর ।

‘ওয়ে টু ওভারসিজ এডুকেশন’ শীর্ষক সেমিনারটি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ আয়োজন করেন।
উপাচার্য বলেন, এখন ইন্টারনেটের যে প্রভাব তার কারণে গ্লোবাল ভিলেজ উচ্চারিত হয়েছে বহু আগে। গ্লোবাল ভিলেজের কারণে কানেক্টিভিটি বেড়েছে। পড়ালেখার অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের ছাত্রছাত্রীদের সেই সুযোগ কাজে লাগাতে হবে।
জীবনে সফলতা অর্জন করতে দক্ষতা ও যোগ্যতার কোন বিকল্প নেই ।

মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারপার্সন রেজুয়ান আহমেদ শ্রভ্রর সভাপতিত্বে সেমিনারটিতে আরো বক্তব্য দেন উইংন্স লার্নিং সেন্টারের প্রধান প্রশিক্ষক আশিক সরকার, বিভাগের সহযোগী অধ্যাপক আলভী রিয়াসাত মালিক, পপুলেশন্স সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান খান, পিএইচ.ডি.সহ অন্যরা।

আরও খবর

Sponsered content

Powered by